ফরিদপুরে বাল্যবিবাহ নিরোধে ওর্য়াকশপ
ফরিদপুর প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা শরীয়াতপুর ডেভেলপম্যান্ট সোস্যাটির আয়োজনে ও ইন্টারন্যাশনাল ডেভেলপম্যান্ট ইনিটেটিভস এর সহযোগীতায় ফরিদপুরে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে বাল্যবিবাহ নিরোধে এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
১৩ এপ্রিল সকাল ১১টায় এসএনএসপি এর কার্যালয়ে সাংবাদিক এম এ আজিজের সভাপতিত্বে ওর্য়াকসপে বক্তব্যে রাখেন প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা, ফরিদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি দৈণিক গনসংহতির সম্পাদক আশিষ পোদ্দার বিমান, সাধারণ সম্পাদক ও দৈনিক বাঙ্গালী খবরের সম্পাদক সেলিম মোল্লা, দৈনিক সংবাদ প্রতিদিনের ব্যুরো প্রধান সঞ্জিব দাস, সাপ্তাহিক মেধার সম্পাদক আনোয়ার জাহিদ,মোহনা টিভির প্রতিনিধি মাহবুবুল ইসলাম পিকুল,এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি কামরুজ্জামান সোহেল, চ্যানেল আইয়ের প্রতিনিধি শাহাদাৎ হোসেন তিতু, ফরিদপুর প্রেস ক্লাবের কোষাদক্ষ ফোকাস বাংলার প্রতিনিধি মাহবুবব হোসেন পিয়াল, দৈনিক জনতার হেমায়েত হোসেন হিমু,মাইটিভির প্রতিনিধি নাজিম বাকাউল,সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের পরিচালক কাজী সিরাজুল ইসলাম,ফরিদপুর জেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক নবরাজ ও একুশে কন্ঠের প্রতিনিধি এস এম মনিরুজ্জামান, সভা পরিচালনা করেন সানজিদা আক্তারী উপজেলা সমন্বয়কারী বাল্য বিবাহ নিরোধ প্রকল্প এসডিএস।
(এসডি/এএস/এপ্রিল ১৪, ২০১৫)