ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরতলীর অম্বিকাপুর বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে রহমত আলী বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রহমত ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আধঘণ্টা আগে তিনি ওই এলাকায় আসেন। এরপর বাজারের পাশেই রেললাইনের ওপর বসে থাকেন। ট্রেন আসছে দেখেও তিনি রেললাইন থেকে উঠে যাননি। এতে ধারণা করা হচ্ছে, অসুস্থতা অথবা পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন।

নিহতের ছেলে মানিক বিশ্বাস বলেন, সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হন বাবা। এরপর হঠাৎ বাড়িতে মৃত্যুর খবর দেন এলাকাবাসী। তবে বাড়িতে কোনো ঝামেলা হয়নি বলে জানান তিনি।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন বাবা। পায়ে সমস্যার কারণে একটি লাঠিও ব্যবহার করতেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি আত্মহত্যা তদন্ত সাপেক্ষে তা জানা যাবে।

(এসডি/পিবি/ এপ্রিল ১১, ২০১৫)