ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : গত বছর ৪ আগষ্ট মুন্সীগঞ্জের লৌহজং চ্যানেলের কাছে পিনাক-৬ যাত্রীবাহি লঞ্চ ডুবিতে নিহত যাত্রীদের পরিবারকে চেক বিতরণ করলেন ‘নৌ-দুর্যোগ তহবিল ট্রাস্টি বোর্ড’। বুধবার বিকালে ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়। নিহত ২১ জনের পরিবার এ সহায়তা পায়। পরিবার প্রতি ১ লক্ষ ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহক কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, অতিরিক্ত সচিব ভোলানাথ দে, নৌ-দুর্যোগ হিসাব ও তহবিলের পরিচালক আঃ আউয়াল, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান সাহাদাত হোসেন।

(এডি/এএস/এপ্রিল ০৮, ২০১৫)