ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আছিয়া আক্তার (১৭) নামের এক এইচ এস সি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। । আছিয়া উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদি গ্রামের আনোয়ার মাষ্টারের কন্যা।
পরিবার সূত্রে জানা গেছে, আছিয়া ফরিদপুর মুসলিম মিশনের ছাত্রী এবং এইচ.এস.সি পরীক্ষার্থী। সে দীর্ঘ দিন ধরে মরন ব্যাধি ক্যান্সার রোগে ভুগছিলেন। বুধবার সকাল আনুমানিক ১০ টার দিকে নিজ বাড়ীতে আছিয়া মৃত্যুর কোলে ঢোলে পড়ে। মৃত্যুর আগেও আছিয়া তার ভবিষ্যতের হাল ছাড়েননি। ঘাতক ব্যাধি ক্যান্সারে অক্রান্তবস্থায় বাংলা ১ম পত্র ও ২য় পত্রে পরীক্ষা সম্পন্ন করেছিলেন। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের লাশ বিভাগদি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
(এসডি/পিবি/এপ্রিল ০৮,২০১৫)