ফরিদপুরের ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ঐতিহ্যবাহী ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ডাঃ শীলা সেন বৃত্তি প্রদান-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক মোকারম মিয়া বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জামিল হাসান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা খন্দকার মোহ্তেশাম হোসেন বাবর। অনুষ্ঠানের শেষ সময়ে বিভিন্ন সাংস্কতিক অনুষ্ঠান ও ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই ঐতিহ্যবাহী সার্বিক অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবোধ কুমার বিশ্বাস ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক সাইদুন নাহার পান্না।
(এসডি/পিবি/ এপ্রিল ০৮,২০১৫)