কুড়িগ্রামে স্কুলছাত্রী ধর্ষণ
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে এক বখাটে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ জানায়, উপজেলার রমনা খামার এলাকার আমিনুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন ২৮ মার্চ দুপুরে পার্শ্ববর্তী সুজা মিয়ার বাড়ি ফাঁকা পেয়ে ঘরের ভেতর লুকিয়ে থাকে। এ সময় সপ্তম শ্রেণীতে পড়–য়া তার মেয়ে ঘরে প্রবেশ করলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সাদ্দাম হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি প্রকাশ হলে স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালানো হয়।
পরে মেয়েটির বাবা সুজা মিয়া বাদী হয়ে মঙ্গলবার চিলমারী থানায় একটি মামলা করেন। মামলার পর এ পর্যন্ত পুলিশ ধর্ষককে আটক করতে পারেনি।
(ওএস/এটিআর/এপ্রিল ০৭, ২০১৫)