স্বপ্নের পরীক্ষা দেওয়া হল না লাল চাঁদের
ফরিদপুর প্রতিনিধি : অনেক স্বপ্নের এইচ এস সি পরীক্ষা দেওয়ার কথা ছিলো লাল চাদঁ মল্লিকের, কিন্তু বাগড়া দিলো মানুষের জীবনে আশা একটি নির্মম বাস্তব সত্য মৃত্যু নামের একটি নাম।
এমন ঘটনা ঘটেছে ফরিদপুরের সদর উপজেলার ইশানগোপালপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের জামাল মল্লিকের পুত্র লাল চাদঁ মল্লিকের জীবনে। গত বুধবার পরীক্ষার প্রথম দিন সকালে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য বাড়ী থেকে বের হয়েছিলো ব্যাটারী চালিত অটোতে। বায়তুলআমান রেল ক্রসিংয়ের কাছে হিংস বাস তার অটোর উপর হামলে পড়ে তাকে ক্ষত বিক্ষত করে দেয়। তা সত্বেও স্যারদের কথা মতো পরীক্ষা দিয়েছিলেন কোন মতে নিজ স্বপ্নকে বাচাঁনোর জন্য একটি বিশেষ রুমে রক্তাত্ত অবস্থায়। পরীক্ষা দেওয়া শেষ হলে তার আশ্রয় হয় ফরিদপুর জেনারেল হাসপাতালে সেখানে মৃত্যুর সাথে পান্থা লড়ে অবশেষে হার মানতে হলো নির্মম বাস্তব সত্য মৃত্যুর কাছে। গত রবিবার অবস্থার অবনতি হলে ফরিদপুর থেকে ঢাকায় নেওয়ার পথে যাত্র পথেই তার জীবনের ইতি ঘটে। তার পিতা জামাল মল্লিক জানান, আমার ছেলের অনেক স্বপ্ন ছিলো পড়ালেখা করে বড় অফিসার হওয়ার। অনেক কষ্ট করে আমি আমার সোনার টুকরা ছেলেকে পড়াশুনা করাতাম কিন্তু আমার সেই স্বপ্ন আমার লালচাঁদের স্বপ্নের পূরন হলো না।
(এসডি/পিবি/এপ্রিল ০৭,২০১৫)