ফরিদপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর র্যাব ৮এর একটি দল ০৬ এপ্রিল সোমবার বিকাল পোনে ৫টার সময় জেলা শহরের শরীয়ত উল্লাহ মার্কেট সংলগ্ন শাহ ফজলুর রহমান চিশতীর মাজারের পাঁকা রাস্তার উপর হতে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের এএসপি মো. শামীম কুদ্দুছ ভূঁইয়া এর নেতৃত্বে একটি দল বিকাল পোনে ৫টার সময় তাকে ঘেরাওপূর্বক আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মো. মনোয়ার হোসেন ওরফে হাত কাঁটা মনা(৩০), পিতা-মৃত আ. মান্নান শেখ, সাং-গুহলক্ষীপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর বলে জানায়।
উদ্ধারকৃত ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব।
(এসডি/এএস/এপ্রিল ০৭, ২০১৫)