চাঁপাইনবাবগঞ্জে ৫ ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার খাইরুল মোড় থেকে পাঁচটি ককটেলসহ রুবেল (২৫) নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
রুবেল পৌর এলাকার দৌলতপুর উপরটোলা গ্রামের আজিজুল ইসলামের ছেলে। তিনি একাধিক মামলার আসামি।
পুলিশ জানায়, রুবেলসহ শিবির কর্মীরা দুপুর ১২টার দিকে খাইরুল মোড়ে অবস্থান নিয়ে হরতালে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই তার সঙ্গীরা পালিয়ে যায়। পরে রুবেলের কাছে থাকা ব্যাগ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
দুপুর দেড়টার দিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মঈনুল ইসলাম জানান, শিবিরের ক্যাডার রুবেল একাধিক মামলার পলাতক আসামি। ককটেলসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(ওএস/পিবি/এপ্রিল ০৭, ২০১৫)