নারায়ণগঞ্জে পৌঁছে গেছেন বেগম জিয়া
স্টাফ রিপোর্টার, ঢাকা : নারায়ণগঞ্জ ৭ খুনের পর নিহতদের স্বজনদের সমবেদনা জানাতে নারায়ণগঞ্জে পৌঁছে গেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার পর তার নারায়ণগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়েছেন। চেয়ারপার্সনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফতার গাড়ি বহরের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের গাড়িও বহরে থাকবে। এরইমধ্যে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা জড়ো হয়েছেন।
গত বুধবার তার সেখানে যাওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে মঙ্গলবার নারায়ণগঞ্জ গেলেন খালেদা।
(ওএস/অ/মে ১৩, ২০১৪)