নগরকান্দা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর নগরকান্দা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন আগামী ৬ই মে অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করা হয়েছে।
নগরকান্দা পৌরসভা উপ-নির্বাচনয়ের রিটানিং অফিসার ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মেয়র পদে ১৬ এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা যাবে। মনোনয়ন পত্র বাছাই ১৭ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল ।
উল্লেখ্য, নগরকান্দা পৌরসভার নির্বাচিত মেয়র বিএনপি নেতা জাহিদ হোসেন খোকনের যুদ্ধাপরাধী মামলায় সাজা হওয়ায় মেয়র পদটি শূন্য ছিলো।
(এসডি/এএস/এপ্রিল ০৩, ২০১৫)