সমবেদনা জানাতে বেগম জিয়া না.গঞ্জ যাচ্ছেন
নারায়ণগঞ্জ প্রতিনিধি : অপহরণের পর খুন হওয়া সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনের পরিবারকে সমবেদনা জানাতে মঙ্গলবার নারায়ণগঞ্জ যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
প্রথমে ১৪ মে এ তারিখ নির্ধারিত থাকলেও ওই দিন নিহত ৭ জনের পরিবারকে প্রধানমন্ত্রী ডেকে পাঠানোয় তারিখ পরিবর্তন করে ১৩মে মঙ্গলবার করা হয়। আজ সকালে বেগম জিয়া প্রথমে নজরুল ইসলামের বাসায় যাবেন। সেখানে নজরুল ইসলামের ৩ বন্ধু এবং গাড়ির চালকের পরিবারও থাকবেন।
সেখান থেকে তিনি আইনজীবী চন্দন সরকারের বাসায় যাবেন। সেখানে চন্দন সরকারের গাড়ির চালকের পরিবারকে রাখা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
(এএইচপি/জেএ/মে ১৩, ২০১৪)