ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় নিহত ২
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় মঙ্গলবার সকাল সোয়া ৭টায় ট্রাকের চাপায় দুজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুজন।
তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ জানান, তারাকান্দা সদর থেকে সম্ভুগঞ্জগামী একটি অটোবাইককে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোবাইকে থাকা দুইজন নিহত হন।
(ওএস/এইচআর/মে ১৩, ২০১৪)