চাঁপাইনবাবগঞ্জে আরো ১ জনের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মানদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ জোনাব আলী (৫৫) নামের আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বাগডাঙ্গা ইউনিয়নের বাখরআলী নামক স্থান থেকে মরদেহটি উদ্ধারটি করা হয়। মৃত জোনাব আলী দূর্লভপুর ইউনিয়নের দোভাগী গ্রামের মৃত ইশাহাক আলীর ছেলে। নৌকাডুবির ঘটনায় এ নিয়ে মোট তিনজনের মরদেহ উদ্ধার করা হলো।
পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বাগডাঙ্গা ইউনিয়নের বাখরআলী এলাকায় পদ্মানদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী। স্থানীয়রাই মরদেহটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে শিবগঞ্জ উপজেলার গাঁইপাড়া থেকে পাঁকা যাবার সময় প্রচন্ড ঝড়ের কবলে পড়ে পদ্মা নদীতে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে পদ্মানদী থেকে সুমি আক্তার ১৬ ও আজিরুন খাতুন নামের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
(ওএস/পিবি/এপ্রিল ০১,২০১৫)