তৃতীয় দফায় বিনা শুল্কে চাল গেল আগরতলায়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তৃতীয় দফায় বিনা শুল্কে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতীয় ১৭৭ মেট্রিক টন চাল নিয়ে আগরতলায় পৌঁছেছে ১০টি কাভার্ডভ্যান। মঙ্গলবার দুপুর ১টায় চালবোঝাই কাভার্ডভ্যানগুলো আগরতলার নন্দননগর খাদ্য গুদামে পৌঁছায়।
আখাউড়া স্থলবন্দরের শূণ্যরেখায় চাল বোঝাই কাভার্ডভ্যানগুলো গ্রহণ করেন ত্রিপুরা খাদ্য কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক বিদল তিওয়ারি।
এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, দুপুরে কাস্টমস্’র আনুষাঙ্গিক কাজ শেষে ১৭৭ মেট্রিক টন চাল নিয়ে ১০টি কাভার্ডভ্যান আগরতলায় পৌঁছেছে। পর্যায়ক্রমে বাকি চালগুলো আশুগঞ্জ নৌবন্দর থেকে কাভার্ডভ্যানযোগে আগরতলা পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, দু’দেশের মধ্যকার নৌ প্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশ সরকার বিনা শুল্কে বাংলাদেশের ভূ-খণ্ড ব্যবহার করে ভারত সরকারকে চাল পরিবহনের অনুমতি দিয়েছে। তবে এসব চাল পরিবহনে কোন শুল্ক বা মাশুল না নেওয়া হলেও প্রতি মেট্রিক টন চালের জন্য ৩০ টাকা হারে ল্যান্ডিং চার্জ এবং নৌবন্দরে জাহাজ অবস্থানের জন্য দৈনিক ১৬০ টাকা করে বার্থিং চার্জ নেয়া হবে বলে জানান তিনি।
এর আগে গত শনিবার ভারতীয় ৯৩৭ মেট্রিক টন চাল নিয়ে আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছায় জেড লাইন্সের জাহাজ এমভি নিউ টেক-৬।
উল্লেখ্য, গত বছরের আগষ্ট ও অক্টোবর মাসে একইভাবে বিনা শুল্কে আখাউড়া স্থলবন্দর দিয়ে দু’দফায় ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে যায় ভারত সরকার।
(ওএস/এএস/মার্চ ৩১, ২০১৫)