চাঁপাইনবাবগঞ্জে ২২টি তাজা ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের চর ঘোড়াপাখিয়া এলাকার কবরস্থানের পাশ থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ২২টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, সকালে তারা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটি পলিথিনের ব্যাগে মাটিতে পুঁতে রাখা ককটেল দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পলিথিন ব্যাগটি উদ্ধার করলে তার ভেতরে ২২টি ককটেল পাওয়া যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতা ঘটনোর জন্য কেউ ককটেলগুলো মাটির নিচে পুঁতে রেখেছিল। কিন্তু রাতে বৃষ্টির কারণে মাটি সরে গেলে পলিথিনটি বের হয়ে যায়।
(ওএস/পিবি/ মার্চ ৩১, ২০১৫)