কানাইপুর বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফরিদিপুর প্রতিনিধি:আনন্দঘন পরিবেশে সাপ্তাহিক কানাইপুর বার্তা‘র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।রবিবার বিকেলে জেলার কানাইপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পত্রিকার সম্পাদক জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইপুরের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সভাপতি বেলাল চৌধুরী ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কবি জাহাংগীর খান,এ্যাডভোকেট দুলাল চন্দ্র সরকার,শহীদ দীনেশ সিকদার বিদ্যাপীঠের পরিচালক সুবীর সিকদার,সাংবাদিক রনি রেজা,এসএস মারজান,স্থাণীয় ইউপি মেম্বর জাহিদুর রহমান মুজা প্রমূখ।
অনুষ্ঠানে বাউল শিল্পী বাবুল খান সংগীত পরিবেশন করেন,এসএস মারজান আবৃত্তি এবং ৫ম শেণির ছাত্রী জয়িতা ইসলাম মুক্তিযুদ্ধের গল্প পাঠ করে শোনায়। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠা বাষির্কীর কেক কাটেন। অনুষ্ঠানের পূর্বে বর্ণাঢ্য র্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
(জেআই/এসসি/মার্চ ৩০,২০১৫)