ফরিদপুরে ইয়বাসহ ৫ মাদক ব্যবসায়ী অাটক
ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুর র্যাব ৮এর একটি দল শহরের গুহলক্ষীপুর এলাকার লাশকাটা ঘরের সামনে থেকে এবং রথখোলা এলাকার যৌনপল্লী রাস্তার পূর্বপাশের শান্ত ভ্যারাইটিজ ষ্টোর দোকান থেকে মোট ২৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের এএসপি আমিনুর রহমান রবিবার দিবাগত রাত সোয়া ১২টায় গুহলক্ষীপুর লাশ কাটা ঘরের সামনে মোঃ আরিফ(৩০) নামের ১ জনকে ১০০পিচ ইয়াবা ট্যাবলেটের একটি চালান সহ গ্রেফতার করে।
তার দেওয়া তথ্য মতে রাত্রি পোনে ১টার সময় রথখোলা অভিযান চালিয়ে যৌন পল্লীর শান্ত ভ্যারাইটিজ ষ্টোর দোকান থেকে ৪ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম শাকিল শেখ সাং-শোভারামপুর, রবি(২২), ভাঙ্গারী পট্টি, মোঃ ইউসুফ মিয়া(১৭) বড়ভাগ, থানা-আলফডাঙ্গা, শাহীন মোল্যা(২৪), চান্দো, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদ।
উদ্ধারকৃত সর্বমোট ২৭০০ পিস ইয়াবা ট্যাবলেট সর্ম্পকে ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা সকলেই স্বীকার করে যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘ দিন যাবৎ পরস্পরের যোগসাজসে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
(আরএনকে/এসসি/মার্চ ৩০,২০১৫)