চট্টগ্রামে বুধবার জামায়াতের হরতাল
চট্টগ্রাম প্রতিনিধি : সাবেক সাংসদ ও দলের নগর শাখার আমির আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ জনকে আটকের প্রতিবাদে আগামী বুধবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জামায়াত।
এছাড়া মঙ্গলবার সকল উপজেলা ও থানায় বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছে সংগঠনটি।
নগর জামায়াতের নায়েবে আমির মো.আহসানউল্লাহ বলেন, নগর জামায়াতের ২১ জন গুরুত্বপূর্ণ নেতাকে আটকের প্রতিবাদে চট্টগ্রাম জেলা, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে নগরীর কোতয়ালী থানার দেওয়ানবাজার এলাকায় নগর জামায়াতের কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করার জন্য জড়ো হয়েছিলেন নেতারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পুরো কার্যালয়সহ আশপাশের এলাকা ঘিরে ফেলে।
পুলিশ কার্যালয় থেকে শামসুল ইসলাম ও নজরুল ইসলামসহ ২১ জনকে আটক করে কোতয়ালী থানায় নিয়ে যায়। এছাড়া নগর জামায়াতের কার্যালয়ে তল্লাশিও চালিয়েছে পুলিশ।
(ওএস/এস/মে ১২, ২০১৪)