ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় আহত ৫
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ট্রেনের ধাক্কায় অটোরিকশাসহ যাত্রীরা ছিটকে পড়লেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ৫ যাত্রী। তবে তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হরণ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মোফাজ্জল (২২), শিরিন আক্তর (২৫), আজগর আলী (৬০), আফসা (৩০)।
আহত শিরিন আক্তার জানান, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা লালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হরণ রেলক্রসিংয়ে অটোরিকশাটি আসামাত্র সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সিএনজিটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি পার্শ্ববর্তী রাস্তায় ছিটকে পড়ে সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। এতে ট্রেনের এক যাত্রীসহ ৫ জন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেন জানান, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আজগর আলী ও আফসাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
(ওএস/অ/মার্চ ২৭, ২০১৫)