তোমরা মরাটারে লইয়া কেন যে টানাহেঁচড়া কর বুঝি না
স্টাফ রিপোর্টার, ঢাকা : সোমবার বিকেল ৪টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘হাতি বিপদে পড়লে চামচিকায়ও লাথি মারে।’
মন্ত্রীর কক্ষে প্রবেশ করতেই তিনি সবাইকে বসতে বলেন। টেলিভিশন সাংবাদিকরা অনুমতি নিয়ে তার সামনে মাইক্রোফোনও দেন। তিনি প্রশ্ন করেন, ‘কী জানতে চান বলুন।’
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জামাতার জড়িত থাকা নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, ‘সরি, সরি, সরি। আাপনারা চলে যান।’ এরপর চেয়ার থেকে অস্থিরভাবে উঠে যান তিনি। এ সময় সাংবাদিকদের চা-বিস্কুট দেওয়ার জন্য কর্মচারীদের নির্দেশ দেন মায়া।
এরই মধ্যে একজন সাংবাদিক জানতে চান, মন্ত্রিসভা বৈঠকে আপনি উপস্থিত হননি, বিষয়টি সংশয় সৃষ্টি করেছে। আবার চেয়ারে বসেন মায়া। বিষন্ন মনে বলেন, ‘শরীরের অবস্থা দেখে বুঝতে পারছেন না।’
তারপরও বিষয়টি পরিষ্কার হতে এসেছি-সাংবাদিকরা এমন কথা জানাতেই মায়া বলেন, ‘কাজ করছি দেখছেন তো। আপনারা ভালো থাকুন। আমার জন্য দোয়া করবেন।’
এরই মধ্যে একটা ফোন আসে, কথপোকথন শুনে বোঝা যায় ও প্রান্তের ব্যক্তিটিও মন্ত্রিসভায় অনুপস্থিতির বিষয়ে জানতে চাইছেন।
মায়া বলেন, ‘কতজনই তো আজ ক্যাবিনেটে যাননি। তোমরা মরাটারে লইয়া কেন যে টানাহেঁচড়া কর বুঝি না।’
ফোন কেটে তিনি বলেন, ‘হাতি বিপদে পড়লে চামচিকায়ও লাথি মারে।’
(ওএস/অ/মে ১২, ২০১৪)