ভৈরবে এইডস বিষয়ে সংবেদনশীল সভা
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে এইচ আই ভি এইডস বিষয়ে সংবেদনশীল সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ওডপাপ ভৈরব শাখার নিজস্ব অফিসে আয়োজিত উক্ত সভায় ধর্মীয় নেতা, সুশীল সমাজ, ডাক্তার ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকার আই সি ডি ডি আর বি এর ট্রেনিং অফিসার সাইদুল ইসলাম, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. আবদুল হামিদ, ডা. সিরাজুল ইসলাম ও ব্যবসায়ী আলহাজ জিল্লুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সমকামিতা গুরুতর অপরাধ। এর ফলে এইড্স রোগীর সংখ্যা বাড়ছে। ধর্মীয় অনুশাসন মেনে নিরাপদ যৌন আচরণ করতে সকলের প্রতি আহবান জানান। এইচ আইভি ভাইরাস নির্মূলে সকলের সচেতনতা প্রয়োজন।
অনুষ্ঠানে পরিচালনা করেন, ওডপাপ ভৈরব শাখার ম্যানেজার অজন্তা রানী সূত্রধর।
(এআর/এএস/মে ১২, ২০১৪)