২১ মে ঢাকায় ছাত্রদলের রেড এলার্ট
স্টাফ রিপোর্টার : ২১ মে ঢাকায় রেড এলার্ট জারির ঘোষণা দিয়েছে ছাত্রদল।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় সংগঠনটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল বলেন, ওইদিন ঢাকা শহরও দখলে রাখা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বিশেষ আদালতে স্থানান্তরের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল এই সভার আয়োজন করে।
আবদুল কাদের ভূঁইয়া জুয়েল বলেন, ২১ মে এই মামলায় আদালতে হাজির হবেন বিএনপি চেয়ারপারসন।
তিনি বলেন, ‘এই অবৈধ সরকারের অবৈধ বিচারকদের কোন রায় মেনে নেওয়া হবে না।
এ ছাড়া ১৪ মে সারাদেশে ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করবে বলে সভাপতির বক্তব্যে এ কথা জানান আবদুল কাদের ভূঁইয়া জুয়েল।
(ওএস/এটি/মে ১২, ২০১৪)