গাজীপুরে অপহৃত আইনজীবি উদ্ধার, আটক ১
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে শুক্রবার রাতে অপহৃত আইনজীবি রুস্তম আলীকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরনকারী দলের প্রধান মোঃ নাছির উদ্দিনকেও (২৮) আটক করা হয়েছে। সে গাজীপুর মহানগরীর আউটপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। উদ্ধার হওয়া আইনজীবি রুস্তম আলী (৩২) মহানগরীর ইটিাহাটা এলাকার মো. জিন্নাহ আলীর ছেলে।
র্যাব-১ সূত্র জানায়, শুক্রবার রাতে আইনজীবি রুস্তম আলী গাজীপুর চান্দনা চৌরাস্তার ঈদগা মার্কেটের নিজ চেম্বারে কাজ কছিলেন। রাত ৮টার দিকে ৫-৬ যুবক অস্ত্রের মুখে তাকে টেনে হেচড়ে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
র্যাব-১ এর গাজীপুর স্পেশাল কোম্পানীর টহলরত একটি দল স্থানীয় লোকজনের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ডিএডি মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে ধাওয়া করে। অপহরনকারীরা প্রায় দেড় কিলোমিটার যাওয়ার পর ওই আইনজীবিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উনিশে টাওয়ারের পাশের একটি বাসায় টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করে অপহৃতকে উদ্ধার এবং অপহরনকারী দলের মূলহোতা মো. নাছির উদ্দিনকে আটক করে। জড়িত অন্যরা পালিয়ে যায়।
জড়িত বাকীদের গ্রেপ্তারে বিভিন্ন স্হানে অভিযান চলছে।
জয়দেবপুর থানার এসআই রেজাউল করিম জানান, শুক্রবার রাতে উনিশে টাওয়ার এলাকায় ছাত্রলীগের রানা ও নিঝুম গ্রুপের মধ্যে কথা কাটাকাটিও অফিস ভাংচুরের ঘটনার খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির ওই ঘটনা রাতেই মিটমাট হয়ে গেছে। আইনজীবি অপহরণ ও উদ্ধারের কোন ঘটনা তার জানা নেই।
(এসএএস/এসসি/মার্চ২১,২০১৫)