রাঙ্গামাটি সরকারি কলেজ নয় যেন মৃত্যুফাঁদ!
রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামটির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাঙ্গামাটি সরকারি কলেজ ভবন নড়বড়ে অবস্থায় আছে। কলেজ ভবন থেকে নিয়মিত চাদের বিভিন্ন অংশ খসে পড়ে। যাতে আহত হবার সম্ভাবনা থাকে ছাত্র-ছাত্রী,শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবার।
শনিবার দুপুর ১ ঘটিকার সময় হঠাৎ করে একটি চাদের অংশ নিচে খসে পড়ে। সে সময় চাদের নিচে দাড়িয়ে কয়েকজন ছাত্র আলাপ করছিল। এ সময় সরে যাওয়ার কারণে বড় দুর্ঘটনা থেকে তারা বেচেঁ যায় । রফিকুল ইসলাম নামের এক ছাত্র জানায় আমরা কিছু বুঝে উঠার আগেই চাদের একটি অংশ খসে পড়ে আমরা ১০ সেকেন্ড আগে এ স্থান থেকে সরে আসি একটুর জন্য অনেক বড় দুর্ঘটনা থেকে বেচেঁ যাই। কলেজ ভবনটির যে অবস্থা তাতে ভবনের মধ্যে ক্লাস করা কোন ভাবেই নিরাপদ নয়।
১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় রাঙ্গামাটি সরকারি কলেজ । ৬টি বিষয়ে অর্নাস এবং একটি বিষয়ে মার্স্টাস সহ পাস র্কোস, উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল ক্লাস তিন তলা বিষিষ্ট একটি ভবনে হয়ে থাকে । বিভিন্ন সমস্যা নিয়ে খুড়িযে খুড়িয়ে চলছে ঐতিহ্যবাহী কলেজেটি। কলেজটিতে আছে ক্লাস রুমের সংকট।
পুরানো ভবন হওয়ার কারণে অবকাঠামোগত অনেক ত্রুটি দেখা যাচ্ছে কলেজ ভবনটিতে। কলেজ ভবনটি ঘুরে দেখা যায় প্রায় সব ক্লাস রুম এবং বাহিরের সকল চাদের বিভিন্ন অংশ খসে পরে যাচ্ছে এবং বিভিন্ন অংশে ফাটল ধরছে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে যাতে প্রাণহানীর সম্ভাবনা রয়েছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর বাঞ্চিতা চাকমা উত্তরাধিকারকে জানান, আমরা কলেজ প্রশাসন থেকে কলেজটি সংস্কার করার জন্য বিভিন্ন সময় বলে আসছি। এবং নতুন একটি ভবন করার কথা আছে কেন জানি তা থমকে আছে। এ কলেজ ভবনে ক্লাস করানো খুবই ঝুঁকিপূর্ণ। আমি কলেজ ভবন সংস্কার এবং নতুন ভবন নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।
(এসআরসি/পিবি/মার্চ ২১,২০১৫)