২০ দল জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে
রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, ‘ক্ষমতায় যাওয়ার লোভে পেট্রোলবোমা মেরে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে ২০ দলীয় জোট এখন জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের উদ্দেশ্য এর মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা।’
রাঙ্গামাটি শহরের চম্পকনগরে নিজ বাসভবনে অনুষ্ঠিত শুক্রবার কর্মিসমাবেশ ও দুস্থদের মাঝে সহায়তা চেক প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সাবেক প্রতিমন্ত্রী বলেন, ‘ক্ষমতার লোভে সাধারণ মানুষ হত্যা করুন। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হোন।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা দীপক দেওয়ান, আবদুর রব ফরাজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, মহিলা আওয়ামী লীগনেত্রী দেবী বড়ুয়া প্রমুখ।
(ওএস/এটিআর/মার্চ ২০, ২০১৫)