পিরোজপুরে আগুনে পুড়ে গেছে ২২ দোকান
পিরোজপুর প্রতিনিধি : জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দরে আগুনে ২২ দোকান পুড়ে গেছে। রবিবার রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, জমির মল্লিকের দোকান থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। আগুনে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
এলাকাবাসীর অভিযোগ, আগুন লাগার সঙ্গে সঙ্গে নাজিরপুর দমকল বাহিনীকে ফোন করা হলেও ঘটনার প্রায় দুই ঘণ্টা পর দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। ততক্ষণে দোকানগুলো পুড়ে যায়।
ব্যবসায়ী জমির উদ্দিন মল্লিক অভিযোগ করেন, দমকল বাহিনীকে বারবার ফোন করা হলেও তারা দুই ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। তিনি জানান, আগুনে তারসহ ২২-২৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
অন্যদিকে, বিদ্যুৎ লাইন বন্ধ করার জন্য নাজিরপুর পল্লীবিদ্যুৎ সমিতিকে ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেনি। ফলে বিদ্যুৎ লাইন চালু থাকায় ভয়ে লোকজন আগুন নেভানোর কাজ করতে পারেননি।
নাজিরপুর দমকল বাহিনীর লিডার কাজী নজরুল ইসলাম জানান, রাত ৪টায় আগুন লাগার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দেরিতে যাওয়ার অভিযোগ সঠিক নয়।
(ওএস/জেএ/মে ১২, ২০১৪)