মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী শরিফ সরকারকে (৪৫) ছুরিকাঘাত করে আহত করেছে সন্ত্রাসীরা। রবিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বাজারের ভেতরে এ ঘটনা ঘটে।

কারারক্ষী শরিফ সরকার গজারিয়া উপজেলার করিম খাঁ গ্রামের বাসিন্দা। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিঠে ১৮টি ও হাতে ৯টি সেলাই দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শরিফ সরকার রাতে জেলা কারাগার থেকে মুন্সীগঞ্জ সদর বাজারে যান। এসময় উত্তর কোটগাওঁ এলাকার আওলাদ হোসেনের ছেলে আবিদ হোসেন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ও হাতে ছুরিকাঘাত করেন।

আবিদ হোসেন একটি ছিনতাই মামলায় তিন বছর সাজাপ্রাপ্ত। এ মামলায় গ্রেফতার হয়ে তিনি ছয় মাস জেলহাজতে ছিলেন বলে জানায় সংশ্লিষ্টরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা রুজুর পক্রিয়া চলছে। এছাড়া সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।

(ওএস/এইচআর/মে ১২, ২০১৪)