ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বিভিন্ন  আয়োজনের মধ্যে দিয়ে মঙ্গলবার ১৭ই মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুিজবুর রহমানের ৯৫ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে।

রাষ্ট্রীয় মর্যাদায় দিনটি পালিত হবে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে। আজ সকাল ৮টায় প্রবাসীকল্যাণ মন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক সরদার সরাফত আলী নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কে এস নরুনবী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন, পুলিশ সুপার মোঃ জামিল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. আব্দুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ কামরুজ্জামান সেলিম ও জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোকারম মিয়া বাবুসহ অন্যান্যরা শহরের অম্বিকা ময়দানে স্থাপিত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণে করে অম্বিকা মেমোরিয়াল হলে গিয়ে শেষ হয়। সেখানে শিশু শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নিশার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা দেন জেল প্রশাসক সরদার সরাফত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. আব্দুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোকারম মিয়া বাবুুসহ অন্যান্যরা। আজকের দিনের ৯৫ তম জন্মবার্ষিকী দিবসের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বিকেলে ৯৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটবেন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ, স্বেচ্ছায় রক্তদান ও মিলাদ মাহফিল।
(এসডি/পিবি/মার্চ ১৭,২০১৫)