ফরিদপুরে অস্ত্র ও মাদকসহ ভাই বোন আটক
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে র্যাব-৮ এর একটি দল অস্ত্রসহ সুমন শেখ ও সাথী আক্তার নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত রবিবার রাত আড়াইটার দিকে শহরের হাবিলী গোপালপুর এলাকার জনৈক আক্তার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিক্তিতে র্যাব-৮ এর সিনিয়র এএসপি আমিনুর রহমানের নের্তৃত্বে জনৈক আক্তার হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত সুমন শেখের দেহ তল্লাসী করে একটি শুটারগান, ১টি কাতুর্জ ও ৩ বোতল ফেনসিডিল এবং সাথী আক্তারের কাছে থাকা ফেনসিডিল বিক্রির টাকা ও কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সম্পর্কে মো. সুমন শেখ জানায়, সে একজন অস্ত্রধারী সন্ত্রাসী এবং সাথী আক্তার জানায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
(এসডি/এএস/মার্চ ১৬, ২০১৫)