বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ার ইয়ান গৌল্ড-আলিম দার
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-ভারত কোয়ার্টার-ফাইনালে মাঠের আম্পায়ার থাকবেন ইংল্যান্ডের ইয়ান গৌল্ড ও পাকিস্তানের আলিম দার। আর অস্ট্রেলিয়ার স্টিভ ডেভিস তৃতীয় ও পল রেইফেল চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রোশান মহানামা।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের চার কোয়ার্টার-ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আগামী বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে শেষ আটের ম্যাচে খেলবে বাংলাদেশ।
(ওএস/এটিঅার/মার্চ ১৬, ২০১৫)