ফরিদপুর প্রতিনিধি : স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার এই স্লোগানকে ধারন করে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৫ উপলক্ষে ফরিদপুরে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে ফরিদপুরের জেলা প্রশাসন।

আজ রবিবার সকালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৫ উপলক্ষে র‌্যালী বের করা হয় র‌্যালীটি শহরের বিভিন্ন পথ পরিভ্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. আব্দুর রশিদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার এ,বি,এম জাকির হোসেন, জেলা বাজার কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, ডাঃ উষা রঞ্জন চক্রবর্তীসহ প্রমুখ।

(এসডি/এএস/মার্চ ১৫, ২০১৫)