ফরিদপুরে ১৭ই মার্চ উপলক্ষে শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা
ফরিদপুর প্রতিনিধি : আসছে ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের জন্মদিন উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কনফারেন্স রুমের সামনে সহ বিভিন্ন রুমে চার ধরনের প্রতিযোগীতা আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগীতার মধ্যে ছিলো চিত্রাংকন প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা, গান ও কবিতা আবৃত্তি। এ ব্যাপারে আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের পরিচালক ইলিয়াস শেখ জানান, বিচারকরা এদের মধ্যে থেকে বিজয়ী নির্বাচন করবেন তারপর আসছে ১৭ই মার্চ মঙ্গলবার কবি জসিমউদ্দিন হলে পুরুস্কার বিতরন করবেন। এতে বিচারক হিসেবে আছেন রিজভী জামান ও ফাতেমা বেগম।
(এসডি/এএস/মার্চ ১৫, ২০১৫)