ভাঙ্গায় চালককে হত্যা করে মটর সাইকেল ছিনতাই
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : শনিবার দিবাগত রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামের ভেন্নাতলা নামক স্থানে মটরসাইকেল চালক কামাল মোল্লা (৩৫)কে কুপিয়ে হত্যা করে বাজাজ কোম্পানীর কালো রঙের একটি মটর সাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা।
কামাল ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত নুরুদ্দিন মোল্লার ছেলে। এ ব্যপারে রবিবার ভাঙ্গা থানায় কামালের ছোট ভাই বাচ্চু মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে যাত্রীবেশে ছিনতাইকারী দলের দুই সদস্য সদরপুর থেকে ভাঙ্গা আসার জন্য কামালের মটরসাইকেল ভাড়া করে। সদরপুর -ভাঙ্গা আঞ্চলিক সড়কের ভেন্নাতলা নামক স্থানে আসলে রাত ১০টার দিকে তাকে কুপিয়ে মটরসাইকেল নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। এলাকাবাসী কামালকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার পেটে ও গলায় জখমের চিহ্ন রয়েছে। ভাঙ্গা থানা পুলিশ গতকাল রবিবার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে।
(এডি/পিবি/মার্চ ১৫,২০১৫)