স্টাফ রিপোর্টার : পুলিশের কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৮ অক্টোবর ধার্য করেছেন আদালত।

ঢাকা অতিরিক্ত দায়রা জজ-১ এর বিচারক মোসাম্মত জাকিয়া পারভিনের আদালতে সময়ের আবেদন করলে এ দিন ধার্য করেন আদালত। রবিবার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসতে না পারায় সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৬ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল ৯ ডিসেম্বর রাজপথ অবরোধে কেউ গাড়ি বের করবেন না বলে হুমকি প্রদান করে। তার উক্ত হুমকির পরিপ্রেক্ষিতে মতিঝিল থানাধীন ভিআইপি রোডে বিএনপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্য-কাজে বাধা দেয়।

এ ঘটনায় মতিঝিল থানার এসআই মোকারম হোসেন একটি মামলা দায়ের করেন এবং ২০১৩ সালের ১৪ ডিসেম্বর মতিঝিল থানার পুলিশ পরিদর্শক পলয় কুমার শাহা ফখরুল ইসলামসহ ১২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

(ওএস/এইচআর/মে ১১, ২০১৪)