সিলেটে নিজ দলের ক্যাডারদের হামলায় ছাত্রলীগ কর্মী আহত
সিলেট প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে নিজ দলের কর্মীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন সিলেট এমসি কলেজের ছাত্রলীগ কর্মী আনিস। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত পৌনে ১২টার দিকে সিলেটের টিলাগরের পূর্ব শাপলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, এপ্রিলের মাঝামাঝিতে এমসি কলেজের ছাত্রলীগ কর্মী কাননকে মারধর করে আনিস ও তার সহযোগীরা। ওই হামলার প্রতিশোধ নিতে শনিবার রাতে কানন তার দলবল নিয়ে আনিসের উপর হামলা চালায়। মেসের সামনে আনিসকে একা পেয়ে কাননের সহযোগীরা তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আনিসকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করান।
আহত আনিস জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর কর্মী এবং হামলাকারী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের কর্মী বলে জানা গেছে।
তবে জাহাঙ্গীর আলম জানিয়েছেন, হিরণ ও তার মধ্যে কোনো দলাদলি নেই। তারা একই দলের হয়ে রাজনীতি করেন। জুনিয়রদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে।
(ওএস/এইচআর/মে ১১, ২০১৪)