পিরোজপুরে পাহারাদারকে কুপিয়ে হত্যা
পিরোজপুর প্রতিনিধি : জেলার ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি বাজারে পাহারাদার আব্দুর রশিদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা একই পরিবারের আরও তিনজনকে কুপিয়ে আহত করেছে।
জানা যায়, শনিবার রাতে ভাণ্ডারিয়ার ইকড়ি বাজারের পাশে একদল দুর্বৃত্ত শামসু মহুরীর বাড়িতে ঢুকে তার ছেলে শাহাদাত (৩২) ও সরোয়ারকে (২৫) কুপিয়ে আহত করে। এ সময় শামসু এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
তাদের চিৎকার শুনে বাজারের পাহারাদার আব্দুর রশিদ খান (৫৫) এগিয়ে এলে তাকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা ।পরে এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে আহতদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে।
(ওএস/জেএ/মে ১১, ২০১৪)