না’গঞ্জে যেতে বাধা দিলে ডেমরায় খালেদার জনসভা
স্টাফ রিপোর্টার : সাত অপহরণ ও খুনের ঘটনায় স্বজনদের প্রতি সহমর্মিতা জানাতে ১৪ মে বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নারায়ণগঞ্জ যাওয়ার কর্মসূচি রয়েছে। এতে বাধা দিলে ১৭ মে রাজধানীর ডেমরায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।
সেই জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি থাকবেন।
এ ছাড়া সারাদেশে খুন-গুমের প্রতিবাদে জেলা উপজেলা ও মহানগরে আগামী ১৮ ও ১৯ মে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা প্রচলিত দায়রা আদালত থেকে বিডিআর বিদ্রোহের বিচারের জন্য গড়া বিশেষ আদালতে স্থানান্তরের বিরুদ্ধে রিট করার সিদ্ধান্তও নিয়েছে দলটি।
দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির শনিবার রাতের বৈঠকে এ সব সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার রাত ৯টায় এ বৈঠক শুরু হয়। শেষ হয় ১০টা ৪০ মিনিটে। বৈঠকে সভাপতিত্ব করেন দলের প্রধান খালেদা জিয়া।
বৈঠকে উপস্থিত ছিলেন- দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণি, এম তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, এমকে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান এবং গয়েশ্বর চন্দ্র রায়।
(ওএস/এইচআর/মে ১১, ২০১৪)