মুন্সীগঞ্জে এক যুবকের মৃতদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় শনিবার রাত পৌনে ৯টার দিকে মো. পাভেল (৩২) নামে এক যুবকের জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ দিরাই গ্রামের মো. মোজাম্মেলের ছেলে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, চলন্ত মাইক্রোবাস থেকে দুস্কৃতকারীরা যুবকের মৃতদেহ মহাসড়কের পাশের খাদে ফেলে যায়। তিনি বলেন, উদ্ধার করা যুবকের মৃতদেহের সঙ্গে একটি মোবাইল ফোনসেট পাওয়া যায়। ওই মোবাইল ফোনে রক্ষিত নাম্বার থেকে স্বজনদের সঙ্গে কথা বলে তার পরিচয় শনাক্ত করে পুলিশ।
তিনি আরও বলেন, দুর্বৃত্তরা অন্যত্র কোথাও গলা কেটে যুবককে হত্যা করে। তারপর যুবকের মৃতদেহ মাইক্রোবাসে বহন করে শ্রীনগরে নিয়ে আসে। চলন্ত মাইক্রোবাস থেকে যুবকের মৃতদেহ মহাসড়কের পাশের খাদে ফেলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
(ওএস/অ/মে ১০, ২০১৪)