দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে নবীউল্লা কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যানে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ির চালক শিপন (৩০) দগ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহযোগী শাকিল আগুনে দগ্ধ হয়েছে।
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়নুল ইসলামের জানান, একটি কাভার্ডভ্যান সোনামসজিদ স্থল বন্দরের দিকে যাওয়ার সময় কলাবাড়ি এলাকায় দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুঁড়ে মারে। এতে চালক দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
নিহত শিপন ভোলার বোরহানউদ্দিন উপজেলার আব্দুল মান্নানের ছেলে।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হেলপারকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(ওএস/এটিআর/মার্চ ০৩, ২০১৫)