ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার বিকেলে সদর উপজেলার ভাদুগড় এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার চালকের নাম শিপন মিয়া। তিনি সদর উপজেলার রামরাইল গ্রামের বাসিন্দা। নিহত অপর দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ঘাতক ট্রাকটির চালক সোহেল ও তার সহযোগী খোকন মিয়াকে আটক করে স্থানীয়রা। তাদের পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুজন শ্যাম বিষয়টি নিশ্চিত করেছেন।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০১৫)