ভাঙ্গায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদন্ড
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : ভাঙ্গায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীকে অতর্কিত শারীরিকভাবে আক্রমনের জন্য সাইদুল মিয়া (২৭) নামক এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা উপজেলা শহরের বাজার এলাকায়। এলাকাবাসী বখাটে সাইদুল মিয়াকে ধরে পুলিশে দেয়। এরপর ভাঙ্গা থানা পুলিশ বখাটেকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহার দুপুর ২টার দিকে তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সাইদুল মিয়া ভাঙ্গা বাজারের পান ব্যবসায়ী। সে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মৃত শফিউদ্দিন মিয়ার ছেলে।
(এডি/পিবি/ফেব্রুয়ারি ২৬,২০১৫)