বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতেই খালেদা জিয়া নারায়ণগঞ্জে যাচ্ছেন
স্টাফ রিপোর্টার : বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতেই খালেদা জিয়া নারায়ণগঞ্জে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ঢাকা জেলার কমিটি গঠনের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, আগামী ১৪ মে খালেদা জিয়ার নারায়ণগঞ্জে যাওয়ার কথা রয়েছে। এমনিতেই নারায়ণগঞ্জ উত্তপ্ত। আর তিনি সেখানে গিয়ে এটা নিয়ে রাজনীতি করবেন। এটা সৎ রাজনীতির মানসিকতা হতে পারে না।
এ সময় তিনি নারায়ণগঞ্জের মাঠ উত্তপ্ত না করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
কামরুল বলেন, নারায়ণগঞ্জের অপরাধীদের শাস্তি পেতেই হবে। এটা নিয়ে রাজনীতির কোনো অবকাশ নেই।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির আহ্বায়ক ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা-২০ আসনের এমপি এমএ মালেক ও ইউনাইটেড ইসলামী পার্টির সদস্য সচিব মওলানা তাহেরুল ইসলাম।
(ওএস/এটি/মে ১০, ২০১৪)