ময়মনসিংহ প্রতিনিধি : মুক্তাগাছা পৌর এলাকার নন্দীবাড়ি এলাকায় হিটস্ট্রোকে একজন মোটর ড্রাইভারের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর রাত ২ টার দিকে তিনি মারা যান । নিহত এব আলী (৪৫) আজিজ উদ্দিনের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায় , শুক্রবার রাতে কাজ শেষে বাড়িতে যান । শনিবার ভোররাতে হিটস্ট্রোকে তার মৃত্যু হয় । এদিকে আজ শনিবার সকাল থেকে প্রচন্ড তাপদাহ আর গরমে মানুষ দিশেহারা হয়ে পড়েছেন । সকাল ৮ টা থেকে বিদ্যুৎ নেই । ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ১ সূত্র জানায়, লাইনে ত্রুটি দেখা দেয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে । বিকাল ৫ টা পর্যন্ত সংযোগ বন্ধ থাকবে । ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি ১ এর জিএম জানান , আজ শনিবার ৯ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে এ মর্মে মাইকিং করা হয়েছে ।
(এমডি/এএস/মে ১০, ২০১৪)