সাত হত্যাকাণ্ডে সরকার ও তার মন্ত্রীরা জড়িত : ফখরুল
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে আলোচিত সাত হত্যাকাণ্ডে সরকার এবং তার মন্ত্রীরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ক্ষমতাসীনরা বিভিন্ন কলাকৌশল শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার সকালে ছাত্রদলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবের কারামুক্তি উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
(ওএস/এইচআর/মে ১০, ২০১৪)