ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ভাঙ্গায় যুবদলের তিন নেতাকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লা থেকে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হল ভাঙ্গা পৌর যুবদলের সভাপতি শহিদুল ইসলাম বিটু মুন্সী (৩৮), উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আছাদ মিয়া (৪০), পৌর যুবদলের সদস্য ওলি মোল্লা (২৮)।

আজ শুক্রবার দুপুরে এদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, নাশকতা সৃষ্টির আশঙ্খায় এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, এরা তিনজনই যুবদলের নেতা।

(এডি/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৫)