ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, পেট্রোলবোমা দিয়ে মানুষ মেরে খালেদা জিয়া কখনই ক্ষমতায় যেতে পারবে না।

তিনি বলেন, বাস ও ট্রেনের যাত্রীরা নিরীহ, নিরপরাধ। এদের যারা হত্যা করে তারা কসাই-ঘাতক। কসাই-ঘাতকের ভূমিকা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায় না।

বৃহস্পতিবার দুপুরে পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলস্টেশন সংলগ্ন চাঁন্দপুর তমিজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে রেলপথ ও ট্রেনে নাশকতা রোধকল্পে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সারাদেশে নাশকতা চালিয়ে যাচ্ছে। খালেদার সন্ত্রাসীরা ট্রেনের ইঞ্জিনে-বগিতে আগুন দিচ্ছে, ফিস প্লেট খুলে ফেলছে।

মন্ত্রী এসব নাশকতাকারীদের ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে স্থানীয় জনসাধারণের প্রতি অনুরোধ করেন।

বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- পূর্বাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক মোজাম্মেল হক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্য, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা নিশাত প্রমুখ।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৫)