ভাঙ্গায় মিষ্টি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি,আহত ২
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিনের ঘোষগ্রামে ডাকাতি করতে এসে ডাকাতরা কুপিয়ে জখম করল গৃহকর্তা ও ভাঙ্গা বাজারের মিষ্টি ব্যবসায়ী আক্তার হোসেন (৪২) ও তার ভগ্নিপতি লিটন মিয়া (৩৫)কে। গুরুতর আহত অবস্থায় তারা এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে।
আক্তারের ছোট ভাই ফরহাদ হোসেন জানান, ২৫/৩০ জনের ডাকাত দল তাদের বাড়িতে ঢুকে। এসময় আক্তার হোসেন ঘর থেকে বের হলে তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকারে বাড়িতে বেড়াতে আসা তার ভগ্নিপতি লিটন মিয়া এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে। দুই জনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতদল পিছু হটে দৌড়ে পালিয়ে যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
(এডি/পিবি/ফেব্রুয়ারি ১৯,২০১৫)