ঢাকায় বছরের প্রথম কালবৈশাখী ঝড়
স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকায় বছরের প্রথম কালবৈশাখী ঝড় বইছে। উত্তর-পশ্চিম থেকে আসা এই ঝড় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দক্ষিণ দিকে ধাবিত হচ্ছে।
তবে আবহাওয়া অফিস জানিয়েছে, ঘন্টাখানেকের মধ্যে এই ঝড় কমে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আবহাওয়া কর্মকর্তা জানিয়েছেন, সাধারণত ফেব্রুয়ারির শেষ দিকে এই ঝড় হয়। এবার ৮/১০ দিন আগেই দেখা গেল।
আচমকা ঝড়ের কারণে রাজধানীর কোথাও কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। তবে শিগগিরই বিদ্যুৎ সরবরাহ আবার স্বাভাবিক হয়ে যাবে।
আগামীকালও বিকাল বা সন্ধ্যায় এমনকি রাতে আবারও কালবৈশাখী ঝড় বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ১৯, ২০১৫)