ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমুল্লকদী গ্রামের সৌদি প্রবাসী এনায়েত মুন্সীর বাড়িতে  মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ডাকাতি হয়। ডাকাতরা কুপিয়ে জখম করে এনায়েত মুন্সীর স্ত্রী সালমা আক্তার (২৪)কে।

এনায়েত মুন্সীর ভাতিজা ইমরান হোসেন জানান, ১২/১৩ জনের ডাকাত দল ঘরের টিনের বেড়া কেটে দরজা খুলে দেশীয় অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে। এসময় একটি মোবাইল সেট, একভরি স্বর্ণ অলংকার, নগদ ২০ হাজার টাকা নিয়ে চলে যায়।
আলগী ইউনিয়ন পরিষদের ৭ নং ইউনিটের সদস্য এস্কেন্দার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, এব্যপারে থানায় কেউ অভিযোগ দেয়নি।
(এডি/পিবি/ফেব্রুয়ারি ১৮,২০১৫)